পঞ্চগড়ের সদর উপজেলার সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরীর বিরুদ্ধে একাধিক জাতীয় দৈনিকে বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু হয়েছে। অধিদপ্তরের আদেশের কাগজটির নোটিশ দেখে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নৈশপ্রহরী আবু সাঈদ রাতের বেলা ডিউটি ফাঁকি দিয়ে দিনের বেলা অফিসে কাজ করেন। কাজ করে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে ভূমি মালিকদের নিকট থেকে আর্থিক সুবিধা নেন। সে দীর্ঘদিন ধরে তার নিজের খেয়াল খুশি মত অফিসে এসে কাজ করেন। অভিযোগ রয়েছে ওই অফিসের কর্মকর্তাদের নিয়মিত কাজে প্রতিদিন ভূমি মালিকদের উপস্থিতি স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজ পত্র হাতিয়ে নিয়ে ভূমি মালিকদের বাড়িতে গিয়ে নানা রকম ফন্দি ফিকির করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে আসছে৷ এ ধরনের অনৈতিক কাজ করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছে আবু সাঈদ।
গণমাধ্যমকর্মীরা ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে সরজমিনে সেটেলমেন্ট অফিসে গেলে এর সত্যতা পাওয়া যায়।
ভূমি মালিকরা জানান, আবু সাঈদের হুমকিতে তারা তটস্থ থাকেন। স্থানীয় হওয়ার কারনে কর্মকর্তারাও আতংকে থাকেন।
আবু সাঈদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়নসদর উপজেলা সেটেলমেন্ট অফিসার জহিরুল ইসলাম। তিনি বলেন কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।