মেহেরপুরের গাংনীতে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত নোমান হোসেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। দিন দশেক আগে নানীর ২টি হালের গরু বিক্রি করে নতুন একটি টিভিএস ফোরভি মোটরসাইকেল কিনেছিল নোমান।
জানা গেছে, সকাল ১০ টার দিকে বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে পৌঁছুলে সে নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের উপরে পড়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরাফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।