রাস্তা দখল করে মিছিল ও ফুল দেয়ার রাজনীতি বাদ দিয়ে চিন্তার পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এগুলো পুরনো রাজনীতি। এগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার আগে। তাদের সুযোগ সুবিধা আগে। আমাদের রাজনৈতিক দলগুলো নতুন এই রাজনীতির সাথে পরিচিত হতে হবে। আর আমরা যদি নতুন এই রাজনীতির সাথে পরিচিত না হই তাহলে মানুষ আমাদেরকেও আওয়ামীলীগের মতো প্রত্যাখান করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশে একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন। যারে পুরনো গ্লানি ও বৈষম্য দূর করে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারি।
অনুষ্ঠানে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনোরঞ্জন বনিক, স্কুল শিক্ষক অসীম কুমার দত্তসহ সনাতন ধর্মালম্বী নেতারা বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।