ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় সারা দেশে আওয়ামী সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কার্যক্রম পরিচালনা করেনি আবার অনেকে আত্মগোপনে চলে যায়।
সরকার পতনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন মেহেরপুর সদর উপজেলার ১নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা। গত ১৮ তারিখে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার অপসারণের দাবীতে ইউনিয়নের সংক্ষুব্ধ জনগণ চেয়ারম্যান সেলিম রেজার রুমে তালাবদ্ধ করে।
পরে জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রায়হানুল কবির, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক গ্যাস বাবুর উপস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর পরিষদের তালা ভেঙ্গে চেয়ারে বসানো হয় ওই চেয়ারম্যানকে।
এ ঘটনায় চেয়ারম্যান সেলিম রেজার অপসারণ ও জড়িতদের বিএনপি থেকে বহিস্কারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা বিএনপির একাংশ। শনিবার বেলা ১ টার দিকে জেলা বিএনপি’র বড় বাজার অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেননের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।