শিক্ষা ভবন ঢাকার সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে দেবীগঞ্জ উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এর আগে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে তারা মানববন্ধন করে। বক্তারা বলেন, আমাদের দাবি যেন মেনে নেয়া হয়। আমরা সকল বৈষম্য দুর করার আহবান জানাচ্ছি।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার শিক্ষা ভবনের সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও মাধ্যমিক শিক্ষা অফিসাররা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে। তাদের কে বিচারের আওতায় নিয়ে আসা, এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তর বিশিষ্ট পদসোপান বাস্তবায়ন এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে মাধ্যমিক শিক্ষা অফিসারে পদায়ন এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করার দাবিতে তারা মানববন্ধন করেন।
গোটা বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি । যদি এর বিচার না হয় তাহলে পরিবর্তে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তনবিরুজ্জামান রুবেল, দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম।