পঞ্চগড়ে কিশোরী ধর্ষণ চেষ্টা মামলার আসামী নুরুল ইসলাম (৪৮) কে আটক করেছে বোদা থানার পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বোদা উপজেলার মিয়াজীপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক নুরুল ইসলাম অটোচালক ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
বোদা থানার এস আই আব্দুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-সপ্তম শ্রেনী স্কুল পড়ুয়া (১৩) বছরের ওই কিশোরী নারী খেলয়ারও।প্রতিদিন বালিকা স্কুল ও খেলার জন্য পাথরাজ কলেজে যাতাযাতের জন্য চুক্তিতে অটোচালক নুরুল ইসলামকে মাসে তিন হাজার টাকা দেয়া হয়।
গত মঙ্গলবার বিকালে যাওয়ার সময় নয়াদিঘী পার হয়ে রাস্তা পরিবর্তন করে চা বাগানের পাশের ঝোপে নিয়ে ধর্ষন চেষ্টা করলে, কিশোরীর চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে আটক করে আবার ছাড়েও দেন। সোমবার সকালে এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষন চেষ্টা বোদা থানায় মামলা দায়ের করেন।