মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় এরশাদ আলী (৩৫) ও আবুল কালাম আজাদ (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেন্সিডিল, সেই সাথে জব্দ করা হয়েছে একটি সিএনজি।
জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে গাংনী উপজেলার দুর্লভপুর-তেরাইল সড়কে যৌথবাহিনীর সমন্বয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান করে। ওই সময় সড়ক দিয়ে একটি সিএনজি আসলে সেটি থামানোর চেষ্টা করলে সে দ্রুত পালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে তেরাইল বাগান পাড়ার একটি পুকুরের কাছে এসে সিএনজি আটকে যায়। আটক করা হয় সিএনজি চালক এ উপজেলার সহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলীকে।
সিএনজি থেকে উদ্ধার করা হয় ১০০ বেতিল ফেন্সিডিল। আটক এরশাদ আলীর দেওয়া তথ্যে মতে ফেন্সিডিল ব্যবসায়ী ওলিনগর গ্রামের সুলতানের ছেলে আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হবে।