শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন স্থপতি তৌহিদুল ইসলামসহ ৭ জন খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলারসহ ৬জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় চুন কারখানায় চুরি করে পোড়ানো হচ্ছিল ৪০ লাখ টাকার গ্যাস-বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের অভিযান মেহেরপুরে ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ‘মস্তিষ্ক’ গুঁড়িয়ে দিল ইরান সাকিবসহ ১৫ জনের নামে দুদকের মামলা গাংনীতে সড়কের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তুু ও চিরকুট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির এডহক কমিটি গঠনের জেরে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়েছে। বিএনপি নেতা জাফর আকবর অনিময়মতান্ত্রিক উপায়ে সভাপতি মনোনীত হয়েছেন এমন অভিযোগে রোববার দুপুরে তালা লাগান হয়।

জানা গেছে, সম্প্রতি গভর্নিং বডির এডহক কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি নেতা জাফর আকবরকে সভাপতি ও বালিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএনপি সমর্থক সাহাব উদ্দীনকে বিদ্যোৎসাহি সদস্য নিয়োগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এ খবর এলাকায় প্রচার হলে রোববার দুপুরে বিএনপি নেতা শাহাজাহান সেলিম ও সুলেরী আলভী, যুবদল নেতা জামাল উদ্দীন ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিসহ বিএনপি নেতাকমীর্রা মহিলা কলেজে গিয়ে প্রতিবাদ জানান।

শিক্ষক মিলনায়তন কক্ষে বসে তারা শিক্ষকদের কাছে প্রতিবাদ জানিয়ে কমিটি বাতিলের পক্ষে জোরালে মতামত প্রকাশ করেন। অনিয়মতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা দেন কয়েকজন শিক্ষক। তবে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। অধ্যক্ষ খোরশেদ আলীকে কলেজে প্রবেশের ক্ষেত্রে হুশিয়ারী করেছেন উপস্থিত নেতাকমীর্রা।

প্রতিবাদকারীরা জানান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এই তিন জন মিলে যাকে সভাপতি মনোনীত করবেন তাকে সভাপতি করতে হবে।

অভিযোগের বিষয়ে, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বলেন, কমিটির বিষয়ে আমার কোন হস্তক্ষেপ নেই। বিএনপির কয়েকজন শিক্ষক মিলে জাফর আকবর, সাহাব উদ্দীন ও গোলাম কিবরিয়ার নাম প্রস্তাব করেন। সেভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে নাম পাঠানো হয়। নাম পাঠানো ও অনুমোদনের বিষয়ে তার সম্পৃক্ত থাকার কোন সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
অধ্যক্ষের কক্ষে তালা লাগানোর বিষয়টি কিছুই জানেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin