মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে মোকাম বিজ্ঞ আমলী আদালতে মামলাটি করেন হেল্থ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী মেহেরপুর মল্লিকপাড়ার আব্দুর রউফ।
মামলার বিবরনে জানা গেছে, বিগত সংসদ নির্বাচনের সময় ডাক্তার অলোক কুমার একজন সরকারী কর্মচারী হয়েও প্রকাশ্যে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। নির্বাচন পরবর্তী সময়ে ফরহাদ হোসেনর আস্তাভাজন এই অলোক কুমারের দৌরাত্ব বেড়ে যায়। অলোক কুমার ক্লিনিক ব্যবসায়ি আব্দুর রউফের কাছে ২০ লাখ টাকা দাবী করেন। অন্যথায় ক্লিনিক ব্যবসা বন্ধ করা হবে বলে হুমকী প্রদান করেন।
সেসময় পুলিশি সহযোগিতা চাইলেও পুলিশ কোন সহযোগিতা করে নি। পরে ৫ লাখ টাকা প্রদান করেন আব্দুর রউফ। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্লিনিক পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। অবশেষে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে বাধ্য হন ক্লিনিক ব্যবসায়ি আব্দুর রউফ।
৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাদী তার অধিকার ফিরে পেতে ও বিচারের দাবীতে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সিআইডকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক শারমীন সুলতানা।