কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ উপপরিদর্শকসহ দুজন নিহত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আলাউদ্দিন নগর কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতরা হলো পুলির উপপরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা ও শিক্ষার্থী মনির হোসেন। শহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। আর মনির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী এবং কুমারখালীর তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম ছিলেন।
এর মধ্যে শহিদুলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আর মনির কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুমারখালী অভিমুখী মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্র গাড়ির চালকসহ যাত্রীরা গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে মনির সন্ধ্যার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যান এবং পুলিশ সদস্য শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শকসহ ২ জন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।