ভারতের বিপক্ষে চলছে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগামী ৬ অক্টোবর শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল।
কানপুর টেস্ট শুরুর আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। তার জায়গায় টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিরাজ। ১৪ মাস আগে সর্বশেষ এই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
সর্বশেষ স্কোয়াড থেকে সাকিব ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসান।
বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন আগামী মঙ্গলবার। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তারা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। ওখানেই হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুটির একটি দিল্লিতে, অপরটি হায়দরাবাদে।
পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে ৯ ও ১২ অক্টোবর। সবগুলো ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
টি-টোয়েন্টি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।