হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার অক্ষত দেহ উদ্ধারের দাবি করা হচ্ছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রবিবার রয়টার্সকে একটি মেডিক্যাল সূত্র ও একটি নিরাপত্তা সূত্র জানায়, নাসরাল্লাহর শরীরে সরাসরি আঘাত বা ক্ষতের কোনও চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের শক্তিশালী প্রভাবে তার মৃত্যু হয়েছে।
শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরাল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিক কীভাবে নিহত হয়েছেন এবং কখন তার জানাজা হবে তা জানানো হয়নি।