পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে সনাতন ধর্মীয় লোকজনের সাথে জগবন্ধু ঠাকুরবাড়ী কেন্দ্রীয় পুঁজা মন্ডবের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে দেবীগঞ্জের উপজেলা সদরের ঐতিহ্যবাহী জগবন্ধু ঠাকুর বাড়ী কেন্দ্রীয় পুঁজা মন্ডবে সনাতন ধর্মীয়দের দুর্গোউৎসব অনুষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ উমাপদ রায়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, দেবীগঞ্জ সার্কেলের ( বোদা- দেবীগঞ্জ) সহকারী পুলিশ সুপার রুনা লায়লা, দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়সহ দেবীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও দেবীগঞ্জের পুঁজা উদযাপন কমিটির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, আপনারা বিগত দিন গুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে ভাবে আনন্দমুখর পরিবেশে পুঁজা পালন করেছেন ঠিক তেমনি ভাবে এবারও সে ভাবেই আপনারা পুঁজা পালন করবেন। আপনাদের পুঁজা পালন করার সময় আপনাদের সার্বিক দিক দিয়ে প্রশাসন সহায়তা করবে। যে কোন
পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী সদস্য, বিজিবি'র টহল দলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাহারা দিবে। এবার দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভা মিলে ১১৬টি পুঁজা মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।