পঞ্চগড়ের সব উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও বহাল তবিয়তে রয়েছেন।রাজনৈতিক কর্মী আর নেতারা জেলা উপজেলা পর্যায়ের নেতাদের কাছে ধর্না দিয়ে এসব কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদ বাগিয়ে নিয়েছেন।
রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এসব সিএইচসিপিরা রাজনীতিতে সক্রিয় থাকলেও তাদের কর্মক্ষেত্রে সক্রিয় ছিলেননা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তারা হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে তারা শান্তি সমাবেশ করে আবার ৫ আগষ্টের পরে তাদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার জন্য ঢাকার শাহবাগে অবস্থানও নেন। পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক চত্বরে তারা মানববন্ধনও করেছে।
৫ আগষ্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওযার পর দলীয় ভাবে নিয়োগ পাওয়া সিএইচসিপিরা পলাতক ছিল। তখনকার সময়ে তারা কর্মস্থলে তারা দীর্ঘদিন অনুপস্থিত ছিল।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিতে সক্রিয়দেরকে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চাকুরি দেয়া হয়। নামে মাত্র চাকুরি করলেও তারা কখনো আওয়ামী লীগ সরকারের আমলে কর্মস্থলে থাকেননি আর সাধারন মানুষকে সেবা দেননি। রাজনীতিকে তারা পেশা হিসেবে নিয়ে ছিলেন। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
সাজ্জাদ হোসেন প্রধান সবুজ সেচ্ছাসেবক লীগের পঞ্চগড় জেলা কমিটির ৫৯ নম্বর সদস্য ও দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা ১৯ সালের ২৭ জুলাই জেলা কমিটি অনুমোদন দেন। সে দেবীডুবা ইউনিয়নের চৌরঙ্গী কালিবাড়ী কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। সরকারী সকল সুবিধা ভোগ করার পরেও সে একাধারে ক্লিনিক ব্যবসায়ী। আবার সাংবাদিক নেতা। সে দেবীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি পদে রয়েছেন। দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সে পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আইডি কার্ড নিয়ে সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছেন।
সাজ্জাদ হোসেন প্রধান সবুজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচনে মিছিল, মিটিং ও সমাবেশ করেছেন। চাকুরীতে ফাঁকি দিয়ে সে রাজনীতি ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সাজ্জাদ হোসেন প্রধান সবুজ বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক পদে রয়েছেন। সরকারকে বিপদে ফেলে চাপের মুখে রেখে তাদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার জন্য ২০ সালের ২০ নভেম্বর সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করার জন্য ঢাকার খন্দকার কনভেনশনে আলোচনা সভারও আয়োজন করেছিলেন। সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন।
কায়দে আজম উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় রাজনীতিতে সক্রিয় ছিলেন। সে বর্তমানে দেবীগঞ্জ সদর ইউনিয়নের গজপুরি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
সানিউন হামিম মুন্না বর্তমানে টেপ্রীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন। সানিউন হামিম মুন্না সিএইচসিপি হিসেবে সুন্দরদীঘি ইউনিয়নের ধোকরপাটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে একটিতে সিএইচসিপি নেই। এসব ক্লিনিকে চলছে যাচ্ছে তাই অবস্থা।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান ছুটিতে থাকার কারনে তার বক্তব্য জানা যায়নি।