সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ দেবীগঞ্জে অ্যাপসের অফিস খুলে প্রতারণার অভিযোগে যৌথবাহিনীর হাতে ৩ জন আটক দেবীগঞ্জে পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ইউপি সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নেতাকর্মী ও মৃত ব্যক্তিকে নিয়ে বিএনপির কমিটি গঠন মেহেরপুরে টিএফসিএল’র আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন গাংনীতে যৌথবাহিনীর পৃথক অভিযানে নারীসহ ৪ জন আটক জ্বালানি সেক্টরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে যৌথবাহিনীর অভিযান-জরিমানা

দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকগুলো এখনো আ.লীগ নেতাদের দখলে

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪০ Time View
দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকগুলো এখনো আ.লীগ নেতাদের দখলে
দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকগুলো এখনো আ.লীগ নেতাদের দখলে
পঞ্চগড়ের সব উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও বহাল তবিয়তে রয়েছেন।রাজনৈতিক কর্মী আর নেতারা জেলা উপজেলা পর্যায়ের নেতাদের কাছে ধর্না দিয়ে এসব কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদ বাগিয়ে নিয়েছেন।
রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এসব সিএইচসিপিরা রাজনীতিতে সক্রিয় থাকলেও তাদের কর্মক্ষেত্রে সক্রিয় ছিলেননা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তারা হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে তারা শান্তি সমাবেশ করে আবার ৫ আগষ্টের পরে তাদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার জন্য ঢাকার শাহবাগে অবস্থানও নেন। পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক চত্বরে তারা মানববন্ধনও করেছে।
৫ আগষ্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওযার পর দলীয় ভাবে নিয়োগ পাওয়া সিএইচসিপিরা পলাতক ছিল। তখনকার সময়ে তারা কর্মস্থলে তারা দীর্ঘদিন অনুপস্থিত ছিল।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিতে সক্রিয়দেরকে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চাকুরি দেয়া হয়। নামে মাত্র চাকুরি করলেও তারা কখনো আওয়ামী লীগ সরকারের আমলে কর্মস্থলে থাকেননি আর সাধারন মানুষকে সেবা দেননি। রাজনীতিকে তারা পেশা হিসেবে নিয়ে ছিলেন। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
সাজ্জাদ হোসেন প্রধান সবুজ সেচ্ছাসেবক লীগের পঞ্চগড় জেলা কমিটির ৫৯ নম্বর সদস্য ও দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা ১৯ সালের ২৭ জুলাই জেলা কমিটি অনুমোদন দেন। সে দেবীডুবা ইউনিয়নের চৌরঙ্গী কালিবাড়ী কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। সরকারী সকল সুবিধা ভোগ করার পরেও সে একাধারে ক্লিনিক ব্যবসায়ী। আবার সাংবাদিক নেতা। সে দেবীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি পদে রয়েছেন।  দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সে পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আইডি কার্ড নিয়ে সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছেন।
সাজ্জাদ হোসেন প্রধান সবুজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচনে মিছিল, মিটিং ও সমাবেশ করেছেন। চাকুরীতে ফাঁকি দিয়ে সে রাজনীতি ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সাজ্জাদ হোসেন প্রধান সবুজ বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন  রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক পদে রয়েছেন। সরকারকে বিপদে ফেলে চাপের মুখে রেখে তাদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার জন্য ২০ সালের ২০ নভেম্বর সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করার জন্য ঢাকার খন্দকার কনভেনশনে আলোচনা সভারও আয়োজন করেছিলেন। সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন।
কায়দে আজম উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় রাজনীতিতে সক্রিয় ছিলেন। সে বর্তমানে দেবীগঞ্জ সদর ইউনিয়নের গজপুরি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
সানিউন হামিম মুন্না বর্তমানে টেপ্রীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন। সানিউন হামিম মুন্না সিএইচসিপি হিসেবে সুন্দরদীঘি ইউনিয়নের ধোকরপাটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে একটিতে সিএইচসিপি নেই। এসব ক্লিনিকে চলছে যাচ্ছে তাই অবস্থা।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান ছুটিতে থাকার কারনে তার বক্তব্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin