অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ৭২ কোটি টাকার বেড়িবাঁধ ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষা এবং ড্রেজিং বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ওই উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মেঘনা নদীরতীরে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর উদ্যােগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বড়িকান্দি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাহা উদ্দিন, ক্ষতিগ্রস্ত কৃষক ফেরদৌস আহমেদ, মোঃ তোফাজ্জল আহমেদ তপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৪-৫ মাস যাবৎ মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি, শ্রীঘর, কান্দা পাড়া গ্রামের প্রায় ২০ বিঘা জমি বিলিন হয়ে গেছে। এছাড়া কান্দাপাড়া গ্রামের ১০/১২ টি বাড়ী হুমকির মুখে। বক্তারা অবিলম্বে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন থেকে দেয়া ইজারার মাধ্যমে নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা নতুনচর ও জাফরাবাদ মৌজা থেকে বালু উত্তােলন হচ্ছে। ইজারাদার সংশ্লিষ্টরা জানান, ইজারার স্থান থেকে ভাঙ্গন এলাকা প্রায় ২ কিলোমিটার দূরে।