“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশান” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হাসান, অতিরিক্ত পুরিশ সুপার আব্দুল করিমসহ জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের সবিচবৃন্দ উপস্থিত ছিলেন।