মেহেরপুরে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ নাজমুস সাদাত শুভ ও শাওন আলী নামের দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবির হাসান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম নেতৃত্বে মেহেরপুর শহরের ফুলবাগান পাড়া এবং মুজিবনগর উপজেলার দারিয়াপুর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে শুভর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও শাওন আলীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটক দুইজনের ব্যক্তির বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা দায়ের করা হয়েছে।