অতীতের যে কোনো সময়ের চেয়ে এ বছর সনাতন ধর্মালম্বীদের পূজা সকলের সহযোগিতায় নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের জন্য বিজিবি সর্বাত্বক সহযোগিতা করেছে বলে সুলতারপুরের ব্যাটালিয়নের ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
শনিবার (১২ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্দ শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমে পূজা পরিদর্শন শেষে এ কথা বলেন। তিনি আরো বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন সহ সকলের সহযোগিতায় সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ৬০ বিজিবির ভারপ্রাপ্ত কোর্য়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগন।