দেশে প্রতি ১ লাখ নারীর মধ্যে ১৬ জন ক্যান্সার আক্রান্তে মারা যায়। এরমধ্যে জরায়ুর মুখের ক্যান্সার জনিত মৃত্যুর ঘটনা বেশি। তবে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সারা দেশের মতো মেহেরপুর জেলাতেও ২৪ অক্টোবর কিশোরীদের এইচপিভি টিকাদান শুরু হচ্ছে।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরের মোট ৩১ হাজার ৪৩০ জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা পেতে দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এইচপিভি টিকার প্রয়োজনীয়তা ও ক্যান্সার প্রতিরোধের নানা বিষয় তুলে ধরেন মেহেরপুর সিভিল সার্জন ডা: মহী উদ্দিন আহমেদ। প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডাক্তার ইনজামামুল হক এবং ডা: আশিকুর রহমান। উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।