নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন শাহীন, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক কোষাধক্ষ্য আশিকুল ইসলাম, প্রবীন সাংবাদিক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক আজিজুর রহমান পায়েল, শাফিকুল ইসলাম প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের আহবায়ক মো: মনিরুজ্জামান, সদস্য সচিব মোস্তফা সাইফুল। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবগঠিত টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস ও কমিটির আরো সমৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।