ব্রাহ্মণবাড়িয়ায় জরায়ুমুখ ক্যান্সার টিকা প্রথম ডোজের এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেলা শহরের সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদানের মধ্যে দিয়ে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ জয়নাল আবেদীন, সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞা, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহমদুল হাছান, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোপা পাল, মেডিকেল অফিসার ডাঃ এ এফ এস আশরাফুল রহমান হিমেল, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমজাদ হোসেন রনি প্রমুখ।
প্রথমদিনে ৫ম থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে মোট ১৪৭৮ জনকে এই টিকা দেওয়া হবে। উল্লেখ্য জেলায় মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় প্রথম প্রর্যায়ে ১০ দিন ব্যাপী ৯ টি উপজেলা ও পৌরসভা সহ ২ হাজার ৪৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১ লক্ষ ৯১ হাজার ২০৬ জন ৫ম-৯ম শ্রেণির/সমশ্রেনির ছাত্রীদের প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।
এছাড়া পরবর্তীতে ৩০৬টি ওয়ার্ডে স্থায়ী/ অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৮ দিন ব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বহিঃভূত ১১ হাজার ২২৮ জন কিশোরীদের টিকা প্রদান করা হবে।