ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কোবরা বাঁজি জব্দ করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) রাতে কোবরা বাঁজিগুলো জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সোমবার গভীররাতে ৬০ বিজিবির সদস্যরা সীমান্তে টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলা সীমান্তবর্তী কাশিরামপুর এলাকা থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ হাজর ৪ শত পিস ভারতীয় অবৈধ কোবরা বাঁজি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৪১ লক্ষ ৮৮ হাজার ৮ শত টাকা।