মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী ছমির উদ্দীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল পৌণে ১১ টার দিকে মারা যান তিনি।
গত ২৫ অক্টোবর তিনি আমেরিকা থেকে দেশে ফিরেছেন।মঙ্গলবার সকালে ফজরের নামাজ পর তাঁর মায়ের কবর জিয়ারত করেন। পরে গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাড়িতে এসে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার ৪ ছেলে ৪ মেয়ে, স্ত্রী আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।