“আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যে সড়ক দূর্ঘটনা রোধ ও মানুষকে সচেতন করতে মেহেরপুরে লিফলেট ও হেলমেট বিতরণ করেছে জেলা ট্রাফিক পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের কলেজমোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
এ সময় পুলিশ সুপার বলেন, বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা গেছে মেহেরপুরের বেশিরভাগই সড়ক দূর্ঘটনা মোটরসাইকেলে। আর মারা যাওয়ার বড় একটি অংশ তরুণ। আর এসব দূর্ঘটনা বাড়ছে মানুষের অসচেতনতার কারণেই। এমনকি মানুষ মোটরসাইকেল চালানোর জন্য হেলমেটও ব্যবহার করছেন না। কেউ ব্যবহার করলেও থাকছে পায়ের উপর। মাথায় পরছেন না।
দূর্ঘটনার সাথে সাথে তারা মাথায় গুরুতর আঘাত পাচ্ছেন। পরে মারা যাচ্ছেন। অথচ হেলমেট পরে মোটরসাইকেল চালালে অনেকাংশেই নিজেকে রক্ষা করা সম্ভব। তাই প্রতিটি মানুষকে হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।
এছাড়াও সড়ক দূর্ঘটনারোধে সমাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, এখন থেকে সড়কে দূর্ঘটনা রোধে মাঝে মাঝেই সচেতনতামূল নানা কর্মসূচীর আয়োজন করা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংবাদিক রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও এসময় ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মোঃ আব্দুল হান্নান, ট্রাফিক সাব ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।