ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাছিম জানান, বিষ্ফোরক দ্রব্য আইনের গত ২০ অক্টোবর আখাউড়া থানায় একটি মামলা হয়েছে। মামলার ৬নং আসামী সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোঃ মানিক মিয়াকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।