মেহেরপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের যুব ভবন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাশক (রাজস্ব) আশরাফুজ্জামান ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জাহিদ হোসেন, কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, সহকারি পরিচালক এসএম ওবায়দুল বাশার, সদর উপজেলা যুব কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।