পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মোশাররফ হোসেন নামের এক ছেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়াপাড়ার খোড়ারপাড় এলাকায়। অভিযুক্ত মোশাররফ হোসেন একই এলাকার মকছেদ আলীর ছেলে। সে কালীগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করতো।
মোশাররফ হোসেন দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুব দলের সাথে সম্পৃক্ত। শ্লীলতাহানির শিকার ওই ছাত্রীর বাবার নাম তারেক ইসলাম। মেয়ের বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকুরি করার কারনে তার মামা মিজানুর রহমান বাদী হয়ে দেবীগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করেন। পরে এজাহারটি মামলায় রুপান্তর হলে সে মামলায় তাকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও থানায় দাখিল করা এজাহারে জানা যায়, ওই স্কুল ছাত্রী কালীগঞ্জ প্রতিভা কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেনিতে পড়াশোনা করতো। পাশাপাশি সে মোশাররফ হোসেনের কাছে প্রাইভেট পড়তো। তার সাথে আরও কয়েকজন প্রাইভেট পড়তো।
এজাহারে জানা যায়, ৩ নভেম্বর রবিবার সকালে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যান ওই শিক্ষার্থী ও আরও কয়েকজন ছাত্র ছাত্রী। এক সময় মোশাররফ হোসেন ওই শিক্ষার্থীকে রেখে বাকিদেরকে ১০ মিনিটের জন্য বাহিরে যেতে বলেন। পরে তারা ঘর হতে বের হয়ে যায়। তারপরে মোশাররফ হোসেন ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় হাত দেন৷ পরে ওই শিক্ষার্থী ভয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়ে বাড়ির লোকজনদের পুরো ঘটনা খুলে বলে। বাড়ির লোকজন মোশাররফ হোসেনকে আটক করে রেখে থানার খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোশাররফ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শ্লীলতাহানির শিকার ওই কিশোরীর মামা মিজানুর রহমান বাদী হয়ে দেবীগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করেন।
মামলার বাদী মিজানুর রহমান জানান মোশাররফ হোসেনের বিরুদ্ধে থানায় এজাহার দেয়ায় স্থানীয় লোকজন আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। যার কারনে আমরা থানায় এজাহার দিয়ে দ্রুত থানা হতে চলে আসি। আমরা মোশাররফ হোসেনের দৃষ্টান্ত মুলক শাস্থি চাই৷
মোশাররফ হোসেনের বাবা মকছেদ আলী জানান, আমার ছেলে তাদেরকে প্রাইভেট পড়াতো৷ সে এ ঘটনার সাথে জড়িত না। সে ষড়যন্ত্রের শিকার। তাকে ফাঁসানো হয়েছে।
দেবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এরশাদুল হক শ্লীলতাহানির অভিযোগে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩ নভেম্বর দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী মোশাররফকে সেই মামলায় আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।