মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়ার আব্দুল হালিম নামের এক ব্যক্তি তার জমি বেদখল থেকে রক্ষা পেতে সহোদর ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বেলা ১১টার সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল হালিম।
সংবাদ সম্মেলনে তিনি তার জমি বেদখল থেকে রেহাই ও সহোদর ভাই আব্দুল লতিব ও তার ছেলে জেলা কারাগারের ডাক্তার মেহেদী হাসান লিটন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমির হাসান হিমেলসহ সঙ্গবদ্ধ দলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আব্দুল হালিম আমঝুপি গ্রামের উত্তর পাড়ার মৃত ইউনুস আলী শেখের ছেলে।
আব্দুল হালিম তার লিখিত বক্তব্যে জানান, আমঝুপি মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া আরএস ৯১৩ দাগে ৬ শতক বাড়ি, ৯১১ দাগে ২৯ শতকের মধ্যে ৩ শতক ও ৯০৯ দাগে ২৯ শতকের মধ্যে ৩ শতক মোট ১২ শতক জমি রয়েছে। ২০০৪ সালে বন্টননামা মূলে প্রাপ্ত হয়ে ডোবা শ্রেণীর জমিতে মাটি ভরাট করি। পরে ওই জমিতে একতলা বিশিষ্ট দালান ঘর নির্মাণ করে ভোগ দখল করিতে থাকি।
ডোবা শ্রেণীর জমি ভরাট করে অধিক মূল্যমান ও জমিটি রাস্তা সংলগ্ন হওয়ায় আব্দুল লতিব, তার ছেলে ডা. মেহেদী হাসান লিটন ও আমির হাসান হিমেল ওই জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা হামলা ও হুমকি দিচ্ছেন। গত ১৩ অক্টোবর আমার পরিবারের সদস্যদের মারধর করে এবং বাড়ির সামনের জায়গায় আম, লিচু, বাতাবি লেবু, পেয়ারসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এবং রাতারাতি এস্কেভেটর মেশিন দিয়ে জায়গাটি খনন করে।
এ বিষয়ে বিজ্ঞ গত ১৪ অক্টোবর আদালতে মামলা করলে আদালত দখলকৃত জমির উপর ১৪৫ ধারা জারি করে স্ব স্ব অবস্থানে থাকার জন্য উভয়পক্ষকে নোটিশ প্রদান করে। কিন্তু প্রতিপক্ষরা আদালত ও পুলিশের আদেশ অমান্য করে ওই জমির উপর জবর দখল করতে চায়।
এ বিষয়ে নিষেধ করা হলে গত ২০ অক্টোবর দুপুরে তারা আমার স্ত্রী ও ছোট ভাইকে পিটিয়ে আহত করে এবং পরিবারের লোকজনদের খুন জখম করার হুমকি দেয়। বর্তমানে মাটিকাটা গাড়ি ভাড়া করে নিয়ে এসে আমার দখলিও সম্পত্তিতে গর্ত খুঁড়ে বর্তমানে তারা নির্মাণ কার অব্যাহত রেখেছে।
বর্তমানে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তহীনতায় আছি। নিজ দখলি জমি জবরদখল থেকে রক্ষা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী আব্দুল হালিম।