মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের অনলাইন ক্যাসিনো ও মাদক কারবারী সোহাগ হোসেনকে (৩২) নাইন এম এম পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়।
আটক সোহাগ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো এবং মাদক কারবারীর অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
অভিযান সূত্রে জানাগেছে, অনলাইন ক্যাসিনো ও মাদক কারবারীরা অস্ত্র এবং গুলি নিয়ে এসেছে এমন গোপন খবর পায় যৌথবাহিনী। এর ভিত্তিতেই সোমবার রাতে সোহাগকে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল ও কয়েকটি সিমসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশরাফপুর গ্রামের শশ্মান ঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানির তৈরী একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক সোহাগের নামে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।