ওমান বাংলাদেশ জাতীয়দাবাদী দল বিএনপির আল সুয়েক আঞ্চলিক নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে শাহাজাহান ও আল কুসবিয়া শাখার সাধারণ সম্পাদক করা হয় হাসান মুরাদ এবং আল সুয়েক শাখার সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেনকে নির্বাচিত করে ৯টি কমিটি সমন্বয়ে আল সুয়েক আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
এই নবগঠিত কমিটির সভাপতি শাহাজাহান ১৯৮০ সালে লাহুর খাল কাটা থেকে শুরু হয় জিয়াউর রহমাননের সাথে প্রথম সরাসরি স্ব সাক্ষাতের মাধ্যমে বিএনপিতে সমর্থন ও ২য় স্বাক্ষাত ১৯৮১ সালে জানুয়ারী মাসের প্রথম সুনামগঞ্জের সার্কিট হাউজের ভালুর মাঠে স্ব শরীরে মোলাকাত হয় শাহাজাহানের। পরে ধিরে ধিরে বিএনপির প্রতি অনুপ্রেরণা এবং ১৯৮৬ সালে এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকেই শুরু তার জীবনের মূল রাজনৈতিক কার্যক্রম।
১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে উকিল আব্দুল সাত্তার ভূইয়ার নির্বাচনে সহযোগিতায় অন্তর্ভুক্ত হয় শাহাজাহান। ১৯৯২ সালে পাড়ি জমান ওমানে। সেখানেও রাজনৈতিক চেতনা ধারী হিসাবে জাগ্রত হয়। এবং ওমান বিএনপির সকল কার্যক্রমের সাথে একত্য হয়ে ২০০৪ সালে আল সুয়েক আঞ্চলিক সোবাখী শাখার সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর ধারাবাহিকতায় ওমানকে ৮টি ভাগে ভাগ করে আঞ্চলিক কমিটি গঠন করা হয় ২০০১ সালে। এর পরে ০৮ নভেম্বর ২০২৪ তারিখে আল সুয়েক শাখার অধিনে ৯টি কমিটিকে সংযুক্ত করা হয়েছে। এই আঞ্চলিক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শাহাজাহান। শাহাজাহান প্রবাসে থেকেও বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে গেছেন।