ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ স্কুল শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার।
অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০জন শিক্ষার্থী হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: অনিক দেব বলেন, এটি টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারন টিকা দেওয়া হয়েছে প্রায় দু,সপ্তাহ পূর্বে। তিনি এটিকে পেনিক এ্যাটাক বলে উল্লেখ করেছেন। তিনি আরো জানান, এর সুনিদিষ্ট কোন চিকিৎসা নেয়। ২/১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।