বর্ণাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক পদক্ষিন শেষে শহরের কাউতলী জেলা ডায়াবেটিস সমিতির হল রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এডঃ মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নোমান মিয়া, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রমুখ।