পঞ্চগড়ের বোদায় ২ চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। ১৪ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়।
পঞ্চগড়ের বোদা থানাধীন পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের ইদগাহ মাঠের পাশে হতে আটক করা হয়। গ্রেফতার কৃত আসামীদের কাছ থেকে একটি এপাচি আরটিআর ১৬০ সিসি ও একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।
বোদা থানার এসআই বদিউজ্জামান, এসআই তপন কুমার রায়, এএসআই সাজেদুর রহমান, এএসআই আবু বক্কর সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করার জন্য অভিযান চালান।
অভিযানে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বালাপাড়া এলাকার নবাব আলীর দুই ছেলে ইসমাইল হোসেন (৩০) ও আব্দুর রাজ্জাক (৩৮) ও রাজু আহমেদের ছেলে ইমরান হোসেন(১৯) কে আটক করা হয়।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ও দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লার দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দিকনির্দেশনায় নিয়মিত ভাবে চক্রের হোতাদের আটক অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে ও মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে। মোটরসাইকেলের মালিক থানায় হাজির হয়ে মামলা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বাদীর মামলার ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।