প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ২:২৫ পি.এম
ফোন হ্যাং করছে বার বার? জেনে নিন করণীয়
ব্যবহারের সময় বার বার ফোন আটকে যাওয়া বা হ্যাং হওয়া যথেষ্ট বিরক্তিকর। কিন্তু এমন পরিস্থিতি হতে থাকলে আপনাকেই খুঁজতে হবে সমাধান। জেনে নিন কী করবেন।
- কম ব্যবহৃত অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যে সব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।
- একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পেছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে। এই কাজ যত কম করা যায় ততই ভালো।
- স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমোরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সেসব জমেই ফোন হ্যাং করে।
- ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পরে ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন।
Copyright © 2024 One News BD 24. All rights reserved.