পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন করা হয়েছে। রাশ মেলাটি প্রতিবছর বাংলা সালের কার্তিক মাসের রাশ পূর্নিমার দিন থেকে শুরু হয়। উদ্ধোধনের পর রাশ পুজাও পালন করা হয়। আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজে মাঠে প্রতিবছরের ন্যায় এবারও এ মেলার আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আতশবাজির মধ্য দিয়ে এই রাশ মেলার উদ্বোধন করেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিশেষ অতিথি হিসেবে ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ ভাবে এই উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।
এক মাস ব্যাপী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশ মেলা উদযাপনের আয়োজক কমিটির সাধারন সম্পাদক, আটোয়ারী উপজেলা যুবদলের আহবায়ক ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধামোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল।
এসময় আটোয়ারী উপজেলা বিএনপির আহবায়ক এ জেড এম বজলুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলোয়াখোয়া রাশ মেলার সাবেক সাধারণ সম্পাদক মির্জা নুরুল ইসলাম হেলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইউনুছ আলী খান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ওসি মুসা মিয়াসহ স্থানীয় নেতাকর্মী, সুধী, বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের নামটি এ মেলার নামের কারনে নামকরন করা হয়েছে।
আলোয়াখোয়া মেলার ঐতিহ্যধারণ করতে সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকবে। এ মেলা একমাস স্থায়ী থাকবে। মেলায় গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, স্টীল ও কাঠের ফার্ণিচার, জুতা, কাপড়সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে ক্রয় বিক্রয় করা হবে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। মেলায় কেউ কোন অপরাধে জড়িত হলে সাথে সাথে অপরাধীকে আটক করে আইনের আওতায় নেয়া হবে বলে জানকন মেলার আয়োজকরা।