একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চান। যারা জনকল্যাণে কাজ করবে। প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ। যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে। তিনি সকলকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানান।
জেলা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়েত ইসলামের সেক্রেটারী মুহাম্মদ মোবারক হোসেন, জেলা বারের সভাপতি কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু প্রমুখসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।