জাতীয় সংঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে চাঁনপুর পাগাচং বাজার মাঠে ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয় বিএনপির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি লিটন।
১৩ নং মাছিহাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ নুরুল হুদা সরকার, জেলা বিএনপির সাবেক পরিবেশ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমেদ খান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির মিয়া, সাবেক জি.এস মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সদস্য হিরণ ভূইয়া, ১৩ মাছিহাতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ খোকন মিয়া, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক এস.এ বাচ্চু ভূইয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীয়া সম্পাদক আমিনুল হক জীবন, ১৩ নং মাছিহাতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নোমান খান, ১৩ নং যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক ইকবাল সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন কমিটির মধ্য দিয়ে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ কমিটি গঠন করা হবে এবং বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করেছে তাদের নিয়েই এই কমিটি গঠন করা হবে। এসময় বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধান মন্ত্রী করে ও কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সদর ও বিজয়নগর থেকে নির্বাচিত করতে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবোদ্ধ হয়ে কাজ করবো। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।