ব্রাহ্মণবাড়িয়ায় আশার পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রতিবছরের ন্যায় এবার ৪০০ কম্বল জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের নিকট কম্বল হস্তান্তর করেন আশার জেলার ডিসট্রিক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ আরজু, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয়কারী এস এম শাহীন, আশা সদর অঞ্চলের আরএম মোঃ জয়নাল আবেদীন, সাপোর্ট ইঞ্জিনিয়ার হরিধন বর্মন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বিজয় চন্দ্র সাহা, মোঃ আবু সাইদ, মোঃ মোজাম্মেল হক, সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন, পরিমল চন্দ্র সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।