চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আলিফ হত্যার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আইনজীবী সমিতির ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. আবু সালেহ মোঃ নাসিম, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. মোখলেছুর রহমান স্বপনসহ আইনজীবীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিডিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ এস এম সাইদুর রাজ্জাক ও পারভীন সুলতানা, নজরুল ইসলাম, আব্দুল আলিম, এহান উদ্দীন মনা, নিয়ামুল খান, সাইফুল ইসলাম সাহেব, সেলিম রেজা কল্লোল, সেলিম রেজা গাজী, লাভলী খাতুন, খুরশিদা খাতুন, এশরার জাহান উপস্থিত ছিলেন।