দীর্ঘ প্রায় ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া।
এর আগে সর্বশেষ ২০০৯ সালে আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। উপজেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে এসে জড়ো হন।
আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম ও সদস্য কবির আহমেদ ভূইয়া প্রমুখ। এসময় বক্তরা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আবরণে বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচিত সরকার সংস্কার কাজ করবে। আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।