প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৫:০৩ পি.এম
কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ পনের বছর পর ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তিনলাখ পীর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অঘোষিত কারাগারে বন্দী ছিল। আমাদের দুর্ভাগ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আমাদের এলাকার সন্তান। সে এলাকায় ১৭টি খুন করেছে।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দীর্ঘদিন সম্মেলন করতে পারি নাই। সম্মেলন সফল করায় নেতাকর্মীদের অভিনন্দন জানায় বক্তারা। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী সম্মেলনে অংশ গ্রহণ করে।
Copyright © 2025 One News BD 24. All rights reserved.