ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চাপা উত্তেজনা বিরাজ করছে। ভারত থেকে ফিরে আসা বেশ কয়েকজন বাংলাদেশী সীমান্তের ওপাড়ে হয়রানি ও হামলার অভিযোগ করেছেন। এতে আজ মঙ্গলবার পণ্য পরিবহন স্বাভাবিক থাকলেও এ বন্দর দিয়ে যাত্রী পারাপার প্রায় অর্ধেকে নেমে এসেছে।।
পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৫শ থেকে ৬শ যাত্রী পারাপার করলেও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর প্রভাব পড়েছে দু’দেশের যাত্রী পারাপারের উপর। এদিকে আখাউড়া সীমান্ত অভিমুখে বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ছিল এই সীমান্তে।
সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বিজিবির পক্ষ থেকে। আখাউড়া স্থলবন্দরে বিজিবি কে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি স্বাভাবিক থাকলেও আজ যাত্রী পারাপার অর্ধেকে নেমে এসেছে।
ভারত থেকে আগত যাত্রীরা জানান, গতকাল সোমবার থেকে আগরতলায় কোনো বাংলাদেশি যাত্রীকে হোটেল ভাড়া দেয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে যাত্রীরা প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরে আসছেন।
পাশাপাশি সীমান্তের ওই পার থেকে ফিরে আসা যাত্রীরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। ভারতীয়দের এহেন আচরণে বাংলাদেশী যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।