ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক কমিটি’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সদড় প্রদক্ষিন করে পুনরায় প্রেস ক্লাব এর সামনে এসে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, বোরহান উদ্দিন সিয়াম, যুব ফোরামের সভাপতি জুনায়েদ কাসেমী, মুহাম্মদ আতাউল্লাহ , জিহান মাহমুদ, মহিউদ্দিন খান, সাহিল আহমেদ, আক্কাস মীর, সুজন আকবর, কাজী মুমিনুল হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভারতের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশ সীমান্তকে নিরাপত্তা দিতে সীমান্তরক্ষী বিজিবির সদস্যদের প্রস্তুত থাকার আহবান জানানো হয়। এছাড়াও এঘটনায় নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।