ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ মাহমুদুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিরূপা ভৌমিক সহ প্রমুখ।
এসময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তাদের চার জনকে বিষেশ সংবর্ধনা দেয়া হেয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারী উদ্ভূতন কর্মকর্তারা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।