মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন, পলাশী পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সেন্টু আলী (২৯) ও একই গ্রামের গোলাম জাকারিয়ার ছেলে সেলিম রেজা (৩১)।
সোমবার রাতে রামদেবপুর পাগলা ব্রীজের উপরে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশে রামদেবপুর থেকে তেতুলবাড়ি সড়কের রামদেবপুর পাগলা ব্রীজের উপর আটককৃতদের তল্লাশী করে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় মাদককারবারী দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।