পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কলেজের চত্বরে কলেজের সাধারন ছাত্র ছাত্রী ও ছাত্রদল এবং কলেজের হলরুমে শিক্ষক কর্মচারীরা সংবর্ধনা দেন।
ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।
৬ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ফরহাদ হোসেন আজাদকে সভাপতি পদে মনোনীত করেন। এ খবর কলেজে এসে পৌছলে সকল শিক্ষক কর্মচারীরা আনন্দ উল্লাস করে।
সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর ১০ ডিসেম্বর কলেজ চত্বরে ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়। দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন ছাত্রদল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আইয়ুব আলী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহমেদ, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রাজু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, কলেজের শিক্ষকের মধ্যে রেজাউল ইসলাম, জিল্লুর রাইন, বিদ্যুষ চন্দ্র রায়, হাবিবুন্নাহার, সলেমান গনি দুলাল, আতিকুল ইসলাম,আজহারুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক মিঠু, ছাত্রদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জুন্নন সহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।