নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেেছ মেহেরপুর জেলা বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের বড় বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহররে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় অবস্থিত স্মৃতিসৌধের সামনে শেষ হয়। এসময় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
র্যালিতে জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, ইনছারুল হক, মানজারুল হক, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, সহ সভাপতি আনিসুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু,জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।