মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে কাটাতার দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুল হান্নানের মেয়ে আরফিন চায়না, মৃত জবেদ আলীর ছেলে, সাইফুল ইসলাম, মুছাকলিমের ছেলে শান্ত, পৌর শহরের ওয়াপদা এলাকার ইউসুবের ছেলে রিনুর বিরুদ্ধে।
বুধবার ভুক্তভূগী সেলিম রেজা অভিযুক্তরা সহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে মেহেরপুর সদর থানায় একটি এজহার দাখিল করেছেন। এজহার সূত্রে জানা গেছে, ১১ নং উজলপুর চক মৌজার আরএস ৩৬৫ নং খতিয়নভূক্ত আরএস ১১১২ নং দাগের ০.৭৫ জমি সেলিম আলীর পিতা তেছের আলী ও চাচা মহিম উদ্দিনের নামে আছে। সেমতে তেছের আলী উক্ত দাগের ০.৩৭৫০ একর জমি এককভাবে প্রাপ্ত হয়।
২০১৮ সালের ১২ এপ্রিল ২২২৩ নং হেবার ঘোষণা মূলে ০.১৮৭৫ একর জমি সেলিম রেজাকে এবং অবশিষ্ট ২২২৪ নং দাগে ০.১৮৭৫ একর জমি সেলিম রেজার ভাই আব্দুল কুদ্দুসকে দলিল মূলে হস্তান্তর করে। একই তারিখে আব্দুল কুদ্দুস অন্যান্য বেনালিশী দাগের জমির সাথে তার অংশ ০.১৮৭৫ সেলিম রেজাকে হস্তান্তর করে। এতে ১১১২ দাগের ০.৩৭৫০ একর জমি সেলিম রেজা এককভাবে প্রাপ্ত হয়ে নিজ দখলে নেয়।
এমতবস্থায় প্রতিবেশী শান্ত ও তার ভাই মামুন ১১১২ দাগের ০.০৬৬০ একর জমির ভূয়া দলিল করে নিজেদের দাবী করে। শান্তদের দলিল বাতিলের জন্য সেলিম রেজা বিজ্ঞ সহকারি জজ আদালতে দেং—৩৫৯/২০২২ নং মামলা দায়ের করে। মামলা চলমান থাকা অবস্থায় আদালতে নিষেধাজ্ঞার আবেদন করে জেলা জজ আদালতে সিভিল রিভিশন-৪/২০২৪ মামলা করলে গত ১৫ মে আদালত তা মঞ্জুর করে বিরোধীয় জমিতে নিষেধাজ্ঞা আদেশ দেন।
আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্তরা গত ১৭ ডিসেম্বর সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ০.০৬৬০ একর জমিসহ মোট ০.১৮৭৫ একর জমি জোরপূর্বক দখল করে নেয়। নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় আরফিন চায়নার নামে দলিল করে জমির একটি অংশ তারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করেছে। এসময় ভুক্তভূগী সেলিম রেজা তাদের বাঁধা দিতে গেলে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং ঘটনাস্থল থেকে তাকে তাড়া করলে সে প্রাণভয়ে পালিয়ে যায়।