মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর, ইছাখালি ও রাধাকান্তপুর গ্রামে গণসংযোগ করেন নেতাকর্মীরা।
গণসংযোগকালে ফয়েজ মোহাম্মদ বলেন, রাজনীতি ত্যাগ স্বীকার সবচেয়ে বড় বিষয়। যারা বিগত ১৭ বছর দুর্বিষহ জীবনযাপন করেছেন। অনেক লাড়াই-সংগ্রাম করেছেন তারাই আগামীতে মেহেরপুর জেলা বিএনপির সকল কমিটিতে মূল্যায়িত হবে।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর দুর্বিষহ জীবনযাপন করেছেন। অনেক লাড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই বিএনপির সুদিন দেখার জন্য, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই স্বপ্ন দেখার জন্যই এই দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছেন। এই লড়াই সংগ্রামে অনেককে জীবন দিতে হয়েছে, অনেক নেতাকর্মী গুম হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। দীর্ঘ সময় পর সারা বাংলাদেশসহ মেহেরপুরের রাজনীতিতেও পরিবর্তন এসেছে।
যারা দীর্ঘদিন একই পদে রয়েছেন তাদেরকে পরিবর্তন করে ত্যাগী ও নতুনদের নেতৃত্বে আনার প্রক্রিয়া শুরু করেছেন তারেক রহমান। এই পরিবর্তন দিয়ে মেহেরপুর বিএনপি যাদের দীর্ঘ সময় মূল্যায়ন হয়নি, যারা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল-মিটিং করে দলের দুঃসময়ে পাশে থেকেছে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। বাপের কোটায় এমপি হবেন, সভাপতি হবেন, দলের জন্য কিছু করবেন না, নেতাকর্মীরা কাছে গেলে বিরক্ত হবেন, সেসব মানুষ নেতৃত্বের জায়গায় আসতে পারবে না।
গণসংযোগে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাভলু, আইন বিষয়ক সম্পাদক এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টুসহ ফতেপুর, ইছাখালি ও রাধাকান্তপুর গ্রামের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন।