বাংলাদেশ ১৭-২০ গ্রেড ব্রাহ্মণবাড়িয়া শাখার সরকারী কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মোঃ আকতার হোসেন।
সমিতির সভাপতি মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ আহম্মেদ, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল মোতালেব,সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবেদ হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি এম,এম. জাকারিয়া আহমেদ, বাংলাদেশ কালেক্টরেট নন গেজেট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম (নাছু)। এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ রকি মিয়া।
এসময় বক্তরা বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং সততার সাথে সমিতির কাজ করতে হবে। তারা আরো বলেন, যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এই সংগঠনের একটি কার্যালয় নেই, এই সংগঠনের একটি কার্যালয় দরকার, আপনারা জেলা প্রশাসকের কাছে গিয়ে আবেদন করবেন। এতে যদি ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো। আপনাদের কোনো আবাসনের ব্যবস্থা নেয়। আপনাদের ছেলে-মেয়েদের পড়া লেখার সঠিক ব্যবস্থা নেয়। তাই আপনাদের আরো শক্তিশালী হতে হবে।